Wednesday, July 8, 2009

raining


বৃষ্টি হচ্ছে। কেমন জানি লাগছে সব কিছু। নিজের দেশে বসে বৃষ্টি দেখা আর অন্য দেশে বসে বৃষ্টি দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কি আর করা । বৃষ্টি ভিজা আমার একটা শখ। বহুদিন বৃষ্টিতে ভিজা হচ্ছে না। আজকে ভিজতেও ইচছা করছেনা। তবে ইদানিং কোরিয়াতে অনেক বৃষ্টি হচ্ছে অন্য সব বছরের তুলনায়। তবে খারাপ লাগছেনা।