বৃষ্টি হচ্ছে। কেমন জানি লাগছে সব কিছু। নিজের দেশে বসে বৃষ্টি দেখা আর অন্য দেশে বসে বৃষ্টি দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কি আর করা । বৃষ্টি ভিজা আমার একটা শখ। বহুদিন বৃষ্টিতে ভিজা হচ্ছে না। আজকে ভিজতেও ইচছা করছেনা। তবে ইদানিং কোরিয়াতে অনেক বৃষ্টি হচ্ছে অন্য সব বছরের তুলনায়। তবে খারাপ লাগছেনা।
Wednesday, July 8, 2009
Subscribe to:
Posts (Atom)